পর্তুগালের ছোট্ট পাহাড়ি শহর সাও লরেঙ্কো দে বাইরো। যেখানে ঘটেছে অবাক করা এক ঘটনা।
গত রবিবার হঠাতই শহরের একটি রাস্তায় লাল রঙের পানির স্রোত দেখা যায়। যা দেখে বেশ ভয় পেয়ে যায় বাসিন্দারা।
কিন্তু পরক্ষণেই জানা যায়, এই লাল পানি আসলে রেড ওয়াইন। শহরের একটি মদের কারখানায় বিস্ফোরণের পর যা ছড়িয়ে পড়ে।
নাইন নিউজের এক প্রতিবেদন মতে, স্থানীয় একটি মদের কারখানার দুটি ট্যাংক বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণে অন্তত ২২ লাখ লিটার রেড ওয়াইন রাস্তায় ছড়িয়ে পড়ে। যা শহরের রাস্তাসহ কিছু এলাকায় রীতিমতো বন্যার সৃষ্টি করে।
প্রতিবেদন মতে, দুর্ঘটনার পর পরিবেশগত সতর্কতা জারি করে শহর কর্তৃপক্ষ। শহরটিতে ২ হাজারের বেশি মানুষের বাস। রেড ওয়াইনে কারখানার পাশের একটি বাড়ির নিচতলা প্লাবিত হয়েছে। এজন্য ক্ষমা প্রার্থনা করেছে লেভিরা ডিস্টিলারি নামের একটি মদ কোম্পানি কর্তৃপক্ষ।
এ ঘটনার বেশ কিছু ছবি ও ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছে। তাতে দেখা যায়, লাল রঙের পানির প্রবাহ শহরের একটি ঢালু সড়ক বেয়ে নেমে যাচ্ছে।
খবরে আরও বলা হয়, শহরের কাছাকাছি একটি নদী যাতে দূষিত না হয়, সেজন্য স্থানীয় ফায়ার সার্ভিস রেড ওয়াইনের স্রোতটিকে অন্যদিকে সরিয়ে নেয়। এটি তখন কাছাকাছি একটি মাঠের দিকে প্রবাহিত হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (১১ সেপ্টেম্বর) ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে লেভিরা ডিস্টিলারি জানিয়েছে, ‘ঘটনাটির জন্য আমরা গভীরভাবে দুঃখিত’ এবং কর্তৃপক্ষের মাধ্যমে ওই ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।
লেভিরা ডিস্টিলারি জানিয়েছে, যা যা ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণের জন্যেও তারা রাজি। সেই লক্ষ্যে ওয়াইন যে জায়গায় মাটির উপর দিয়ে বয়ে গিয়েছে, যান্ত্রিক কোদাল দিয়ে সেই মাটির স্তর চেঁছে তুলে নেওয়ার কাজ চলছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।