এডিসি হারুন সাময়িক বরখাস্ত

আগের সংবাদ

এমরানকে মার্কিন দূতাবাসে জায়গা দেয়া ঠিক হয়নি

পরের সংবাদ

মধ্যনগরে সাড়ে ৪ লক্ষাধিক টাকার চিনিসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৩ , ৪:৫৪ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৩ , ৪:৫৪ অপরাহ্ণ
মধ্যনগরে সাড়ে ৪ লক্ষাধিক টাকার চিনিসহ গ্রেপ্তার ২

মধ্যনগরে ৯৯ বস্তা ভারতীয় আমদানি নিষিদ্ধ চিনি ও একটি ইঞ্জিনচালিত স্টিল বডি নৌকা জব্দসহ ২ চোরাকারবারিকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সাতুর নতুন বাজার থেকে এ চালান আটক করা হয়। ওই ইঞ্জিনচালিত নৌকায় চিনির বস্তাগুলো আনা হচ্ছিল।

আটককৃত চোরাকারবারিরা হলেন- উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়াপাড়া গ্রামের মৃত চাঁন মিয়ার সুজন মিয়া (৩৮) একই গ্রামের মৃত আব্দুল গণির ছেলে আলী আহমদ (৫৩)। জব্দকৃত চিনির বাজারমূল্য ৪ লাখ ৪৫ হাজার ৫ শ’ টাকা।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, গ্রেপ্তারকৃত চোরাকারবারিদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে সোর্পদ করা হবে।

কেএমএল

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়