মরক্কোতে মৃতের সংখ্যা ছাড়ালো ২ হাজার

আগের সংবাদ

বৈশ্বিক চ্যালেঞ্জসংক্রান্ত যেসব ইস্যুতে ঐকমত্যে জি-২০ সদস্যরা

পরের সংবাদ

হারের পর মাহমুদউল্লাহকে নিয়ে যা বললেন পাপন

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৩ , ৮:৩২ পূর্বাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৩ , ৮:৩৪ পূর্বাহ্ণ

কাগজে কলমে টিকে থাকলেও আদতে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচ হেরে এশিয়া কাপ থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ দল। শনিবার কলোম্বোতে ২১ রানে লঙ্কানদের বিপক্ষে ম্যাচ হারের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। তার কথাতে উঠে এসেছে মাহমুদউল্লাহ রিয়াদ প্রসঙ্গ।

এক সাংবাদিক জানতে চান মাহমুদউল্লাহ রিয়াদ থাকলে এমন পরিস্থিতিতে বাংলাদেশ দল জিততে পারতো কিনা। এমন প্রশ্নের জবাব অবশ্য বেশ কৌশলে বিসিবি সভাপতি বলেন, এটা বলা মুশকিল। রিয়াদ নিঃসন্দেহে খুবই ভালো ব্যাটার, এটাতে কোনো সন্দেহ নেই। শ্রীলঙ্কার ম্যাচের কথা যদি বলি হতে পারতো। রিয়াদ যেহেতু আগের সিরিজগুলোতে ছিল না, হঠাৎ করে তাকে এশিয়া কাপ খেলানোটাও ঝুঁকি ছিল। তবে তার সামনে সুযোগ রয়েছে।

কেননা বিসিবি বসের মতে বাংলাদেশ দল যদি পূর্ণ শক্তি নিয়ে খেলে হারতো, তাহলে তিনি চিন্তিত হতেন। এখন যারা সুযোগ পাচ্ছে তাদের খেলার কথাও না বলে দাবি করেন বিসিবি বস।

পাপন বলেন, তামিম-লিটন-শান্ত যদি থাকতো এবং ফল এমন হতো তাহলে হতাশ হতাম। এখন যারা সুযোগ পাচ্ছে তারা তো এখানে থাকারই কথা না। এশিয়া কাপের এমন পারফরম্যান্স এলার্মিং কিছু নয়। এখনও পরীক্ষা-নিরীক্ষা চলছে।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়