×

আন্তর্জাতিক

ইউক্রেনকে আরো হিমার্স দিচ্ছে যুক্তরাষ্ট্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৯ পিএম

ইউক্রেনকে আরো হিমার্স দিচ্ছে যুক্তরাষ্ট্র

সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম আরো কয়েকটি অত্যাধুনিক মার্কিন সমরাস্ত্র- হাই মবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা হিমার্স পাঠানো হচ্ছে ইউক্রেনে।

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র নতুন করে আরো যে সমরাস্ত্র পাঠাচ্ছে কিয়েভে, তাতে হিমার্স অন্তর্ভূক্ত করা হচ্ছে বলে মার্কিন গণমাধ্যম এবিসির খবরে বলা হয়েছে। খবর তাসের।

এবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এক মার্কিন কর্মকর্তা বলেন, ইউক্রেনীয় বাহিনী দূর পাল্লার এ হিমার্স রকেট দিয়ে রাশিয়ার অবস্থানে হামলা চালাতে পারবে।

আগে পাওয়া হিমার্সগুলো দিয়ে ইউক্রেনীয় বাহিনী দেশটির পূর্বাঞ্চলে রাশিয়ার আর্টিলারি হামলার মোকাবেলা করছে।

তবে, করে নাগাদ পরবর্তী এ সামরিক সহায়তা ইউক্রেনে পাঠানো হবে তা উল্লেখ করা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App