Homeminister

মানব পাচারকারীদের তথ্য সংরক্ষণ করা হচ্ছে

আগের সংবাদ

ড. ইউনূসের বিচার স্থগিতে বিদেশিদের চিঠির প্রতিবাদ

পরের সংবাদ

সাবের হোসেন চৌধুরি

সংবিধান অনুযায়ী পরিবেশ রক্ষা করা সরকারের দায়িত্ব

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৩ , ৮:১৭ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৩ , ৮:১৭ অপরাহ্ণ

সংবিধান অনুযায়ী পরিবেশ রক্ষা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।

তিনি বলেন, বাংলাদেশের সংবিধানের ১৮ অনুচ্ছেদে পরিবেশ রক্ষার উপর জোর দেয়া হয়েছে। বলা হয়েছে, রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ রক্ষা ও উন্নয়ন এবং প্রাকৃতিক সম্পদ, জীব-বৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ ও সুরক্ষার জন্য সচেষ্ট থাকবে। এটি বর্তমান সরকার অন্যতম প্রধান দায়িত্ব, গুরুত্বপূর্ণ পলিসি। পরিবেশ রক্ষায় বিশ্বব্যাপী যে আন্দোলন হচ্ছে, বাংলাদেশ তাদের সঙ্গে সংহতি জানায়।

‘সুইচ টু আপস্ট্রিম সার্কুলার ডায়ালগ : প্রি-কনজুমার টেক্সটাইল ওয়েস্টেজ ইন বাংলাদেশ’ শিরোনামে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রবিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের আমারি হোটেলে দেশের পোশাকশিল্প মালিক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বেস্টসেলার, গ্লোবাল ফ্যাশন এজেন্ট ও রিভার্স রির্সোস যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করে।

বিজিএমইএ পরিচালক ব্যারিস্টার ভিদিয়া অমৃত খানের সঞ্চালনায় সেমিনারে আরো বক্তব্য রাখেন-ইউরোপিয়ান ইউনিয়ন মিশনের ডেপুটি প্রধান ডা. বারেন্ট স্পেনার, বিজিএমইএ স্ট্যাডিং কমিটির চেয়ারম্যান মো. শোভন ইসলাম প্রমূখ।

আসন্ন জি-২০ সামিটের কথা উল্লেখ করে তিনি বলেন, ভারতে চলতি মাসের জি-২০ সম্মেলন। এটির সঙ্গে বিশ্বের ৮৫ শতাংশ গ্লোবাল জিডিপি, ৭৫ ভাগ গ্লোবাল ট্রেড, তিন ভাগের দুই শতাংশ হলো গ্লোবাল পপুলেশন যুক্ত। তাই এ সম্মেলনে জীবন যাপন ও পরিবেশের উপর গুরুত্ব দেয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বর্জ্য ব্যবস্থাপনা বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, তিন বছর আগে থেকে বাংলাদেশ নিজস্ব অর্থায়নে জলবায়ু সমস্যা মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে। বর্জ্য ব্যবস্থাপনায় প্রযুক্তিকে কাজে লাগানোর চেষ্টা চলছে। যা উন্নত বিশ্ব ইতোমধ্যে শুরু করছে। শুধু টাকা বিনিয়োগ করতে পারে এমন পার্টনার আমরা চাই না, যারা প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ তেমন অংশীদার চাই। এক্ষেত্রে বিজেএমইএকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

এআই

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়