সকালের নিউজ ফ্ল্যাশ

আগের সংবাদ
দেশে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু এ বছরের আগস্টে

দেশে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু এ বছরের আগস্টে

পরের সংবাদ

সায়ন্তিকা

জায়েদ খান অসাধারণ মানুষ

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৩ , ১১:৫৯ পূর্বাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৩ , ১১:৫৯ পূর্বাহ্ণ
জায়েদ খান অসাধারণ মানুষ

বাংলাদেশের নতুন একটি সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেই সুবাদে বুধবার (৩০ আগস্ট) কলকাতা থেকে ঢাকায় উড়ে আসেন তিনি। এদিন বিমানবন্দরে তাকে ফুল দিয়ে বরণ করে নেন ছবির নায়ক জায়েদ খান।

একই দিন কটি গানের দৃশ্যধারণের জন্য এই জুটি উড়াল দেন কক্সবাজারের উদ্দেশে। গানটির মাধ্যমেই শুরু হয় ‘ছায়াবাজ’ সিনেমার শুটিং।

প্রথমবার বাংলাদেশের ছবিতে অভিনয় ও এখানকার আতিথেয়তায় মুগ্ধ সায়ন্তিকা। তিনি বলেন, ‘প্রথমবার বাংলাদেশে এসেছি। শুটিংও শুরু করেছি। তাও আবার পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকতে। কী সুন্দর জায়গাটা। মনেই হচ্ছে না যে শুটিং করছি। খুবই ভালো লাগছে। মনে হচ্ছে, ছুটিতে ঘুরতে এসেছি এখানে। এত আরামদায়কভাবে, সুন্দরভাবে শুটিং চলছে।’

তিনি আরো বলেন, ‘আমার নায়ক জায়েদ খানসহ সিনেমার পুরো টিম যেভাবে আমাকে সম্মান দেখাচ্ছেন, ভাষায় প্রকাশ করার মতো নয়। আগেও শুনেছি, এসে প্রমাণও পেলাম বাংলাদেশের মানুষের আন্তরিকতা, আতিথেয়তা, আপ্যায়নের বিষয়ে কোনো কথা হবে না। এককথায় দারুণ।’

সহশিল্পী জায়েদ খানের ব্যাপারে এ অভিনেত্রী বলেন, ‘বিমানবন্দরে আমাকে নিতে গিয়েছিলেন জায়েদ খান। কী সুন্দর ব্যবহার তার! প্রথম দেখায়ই কথা বলে মনে হয়েছে, অসাধারণ মানুষ। যেকোনো শিল্পীর এটি অনেক বড় গুণ। আমার কাছে মনে হয়েছে, তার মধ্যে সেই গুণ আছে। হতে পারে একসময় কলকাতার ইন্ডাস্ট্রিতেও জায়েদ খান কাজ করবেন। আমি এখানে কাজ করতে এসেছি, জায়েদও ওখানে কাজ করতে যাবেন। আমিও এটি চাই।’

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়