আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে

আগের সংবাদ
শনিবার খুলে দেয়া হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

শনিবার খুলে দেয়া হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

পরের সংবাদ

গৌরীপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৩ , ৪:১৩ অপরাহ্ণ আপডেট: আগস্ট ৩১, ২০২৩ , ৫:০২ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুরে বোকাইনগর ইউনিয়নের মামুদ নগরে দুই চাচাতো বোনের লাশ উদ্ধার । বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যায় বাড়ির পিছনের পুকুর থেকে শ্রাবণী আক্তার (১০) ও মাইশা আক্তারের লাশ উদ্ধার করে তাদের স্বজনরা। সম্পর্কে  তারা দুজন চাচাতো বোন ।  শ্রাবণী মামুদনগর গ্রামের শেখ খমির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও  মাইশা একই শিক্ষাপ্রতিষ্ঠানের ২য় শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যার আগে প্রথমে মাইশাকে খোঁজাখুঁজি করে তার পরিবার। এক পর্যায়ে বাড়ীর পাশের  পুকুরের পাড়ে মাইশার জুতা দেখতে পেয়ে পুকুরে নেমে পানির নিচে মাইশার নিথর দেহ  খুঁজে পায়।পরে তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, এ ঘটনার কিছুক্ষণ পর শ্রাবণীর পরিবার খেয়াল করে তাকেও কোথাও পাওয়া যাচ্ছে না। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে সন্দেহ বসত পুকুরে খুঁজতে গিয়ে পানির তলায় শ্রাবণীর মৃতদেহ খুঁজে পায় স্বজনরা।

একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে এক হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়। মৃত ২ শিশুর নামাজে জানাযা রাত ১১টায় অনুষ্ঠিত হয় এবং পারিবারিক গোরস্হানে দাফন করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়