রেললাইন মেরামতকালে ৫ রেলকর্মী নিহত

আগের সংবাদ
প্রেমিকাকে চুমু খেতে গিয়ে হাসপাতালে যুবক

প্রেমিকাকে চুমু খেতে গিয়ে হাসপাতালে যুবক

পরের সংবাদ

গরমে অতিষ্ঠ নগরে স্বস্তির বৃষ্টি

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৩ , ১২:১৫ অপরাহ্ণ আপডেট: আগস্ট ৩১, ২০২৩ , ১২:১৫ অপরাহ্ণ
গরমে অতিষ্ঠ নগরে স্বস্তির বৃষ্টি

ভ্যাপসা গরমে অতিষ্ঠ নগরবাসীর জীবনে এসেছে স্বস্তির ছোঁয়া।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে রাজধানীতে বৃষ্টি হয়েছে। এদিন সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। সূর্য উঁকি দেয়ার চেষ্টা করলেও শরতের আকাশে মেঘেদের আনাগোনায় পেরে উঠছে না। পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরো বৃষ্টি হতে পারে।

পৌনে ১০টার দিকে রাজধানীর বারিধারা ও মিরপুরসহ একাধিক এলাকায় এলাকায় বৃষ্টি শুরু হয়। এতে কিছুটা হলেও স্বস্তি পায় নগরবাসী।

এর আগে বুধবার রাতে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া, তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, দিনাজপুর, সৈয়দপুর, কুড়িগ্রাম, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল, ভোলা জেলাসহ সিলেট ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার দেশের সর্বোচ্চ ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় ভোলায়, ঢাকায় তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়