তাজু কামরুল পরিচালিত ‘ছায়াবাজ’ ছবিতে জায়েদ খানের বিপরীতে অভিনয় করছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
বুধবার (৩০ আগস্ট) তাদের সিনেমার শুটিং শুরু হয়েছে। কক্সবাজারে চলছে তাদের শুটিং।
জায়েদ খান বলেন, আজ থেকে কলকাতার নায়িকা সায়ন্তিকার সঙ্গে শুটিং করছি। এর আগে আমার সঙ্গে কোনো কথা হয়নি। কয়েকদিন আগে সাইন করেছি। চুক্তি না হলে কীভাবে বলব, তাই সেই সময়ে অস্বীকার করেছি। এখন এই সিনেমায় অভিনয় করছি। এই প্রথম কলকাতার কোনো নায়িকার সাথে নায়ক হলাম।’
তাজু কামরুল পরিচালিত ‘ছায়াবাজ’ ছবিতে জায়েদ খানের বিপরীতে অভিনয় করছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এর আগে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেছেন। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘নাকাব’ ছবিতে শাকিব খানের নায়িকা ছিলেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।