খাগড়াছড়িতে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ

খাগড়াছড়িতে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ

আগের সংবাদ
১ ঘণ্টা জিজ্ঞাসাবাদে যা স্বীকার করলেন ইমরান

১ ঘণ্টা জিজ্ঞাসাবাদে যা স্বীকার করলেন ইমরান

পরের সংবাদ

চেতনানাশক ওষুধ দিয়ে ভ্যান চালকের সাড়ে ৯ হাজার টাকা ছিনতাই

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৩ , ৭:৪৬ অপরাহ্ণ আপডেট: আগস্ট ২৭, ২০২৩ , ৭:৪৮ অপরাহ্ণ
ভ্যান চালকের সাড়ে ৯ হাজার টাকা ছিনতাই

সাতক্ষীরার তালায় চেতনানাশক ওষুধ দিয়ে ইসমাইল সরদার (২৬) নামে এক ভ্যান চালকের সাড়ে ৯ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার (২৭ আগস্ট) সকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কেব বাইপাস সড়কে ঘটনাটি ঘটে। বর্তমানে অচেতন অবস্থায় ওই ভ্যান চালক পাটকেলঘাটা বাজারে পপুলার ক্লিনিক নামে একটি বেসরকারী হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী ভ্যানচালক সুরুলিয়া ইউনিয়নের যুগিপুকুর গ্রামের শহিদুল সরদারের ছেলে। ভুক্তভোগীর বারতে ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, জীবিকার তাগিদে সকালে বাড়ি থেকে ভ্যান চালিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন ইসমাইল। পথিমধ্যে বিনেরপোতায় এক হোটেলে সকালের নাস্তা খেয়ে ভ্যান নিয়ে নিয়ে আবার রওনা হতে থাকেন তিনি। ওই সময় অজ্ঞাত পরিচয়ে দুজন যাত্রী বাইপাস সড়কে যাওয়ার কথা বলে ওঠে বসে তার ভ্যানে।

একপর্যায় সাতক্ষীরা বাইপাস সড়কের বড় ব্রিজের কাছে গেলে ওই দুজন মুখে রুমাল দিয়ে ফু দিতে থেকে। এতে ভ্যান চালক ইসমাইল চোখ-মুখ জ্বালাসহ অচেতন হয়ে পড়েন। ওই সময় তার ইসমাইলের কাছে থাকা সাড়ে ৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ভ্যানচালকের এক প্রতিবেশী তাকে উদ্ধার তাদের ক্লিনিকে ভর্তি করে। এরপরে ঘটনাটি মুঠোফোনে পুলিশকে জানানো হয়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হোসেন জানান, বিষয়টি শোনামাত্র ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

কেএমএল

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়