রাজধানীর বনানীতে কাভার্ডভ্যানের পেছনে রড বোঝায় ট্রাকের ধাক্কায় ট্রাকটির চালক নিহত হয়েছেন। তার নাম শাহজাহান (৩৫)।
শুক্রবার (২৫ আগস্ট) ভোর সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকাল ছয়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বনানী থানার উপপরিদর্শক (এসআই) এজাজুল হক জানান, বনানী নৌ সদর দপ্তরের সামনের রাস্তায় একটি কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয় রড বোঝায় ওই ট্রাক। এতে ট্রাকের চালক শাহজাহান গুরুতর আহত হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তারা মৃত্যু হয়।
তিনি জানান, শাহজাহানের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়। বর্তমানে গাজীপুরের টঙ্গীতে থাকতেন। রাতে টঙ্গীর কারখানা থেকে ট্রাকে করে রড নিয়ে ঢাকায় হাজারীবাগ যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই দুটি গাড়ি জব্দ করা হয়েছে। তবে কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছে। শাহজাহানের মরদেহটি ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।