২০২১ সালের জুলাইয়ে নেটফ্লিক্সে তার প্রথম ওয়েব সিরিজ ‘ফিলস লাইক ইশক’এবং আগস্টে দ্বিতীয় ওয়েব সিরিজ ‘দ্য ব্রোকেন নিউজ’ প্রকাশ হয়
শাহরুখ খানের বিপরীতে ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে তার। এ নিয়ে যারপরনাই উচ্ছ্বসিত তিনিঅধ্যয়ন করেছেন বার্কলে কলেজ অব মিউজিকে।এছাড়া, পানামা জ্যাজ ফেস্টিভ্যাল, হর্নবিল ফেস্টিভ্যাল, এনএইচ৭ উইকেন্ডার ও ম্যাগনেটিক ফিল্ডস ফেস্টিভ্যালের মতো উৎসবে অংশ নিয়ে থাকেন সঞ্জিতা
শাহরুখ খান ও নয়নতারাকে নিয়ে সঙ্গীতা জানিয়েছেন, ‘আমি ভীষণই লাকি! শাহরুখ স্যার তো অসামান্য। উনি সেটে থাকা মানেই আমরা সবাই বাড়তি এনার্জি পেয়ে যেতাম। তবে নয়নতারাও অসাধারণ। এত বড় তারকা, অথচ তার থেকে বিনম্রতা শিখতে হয়।প্রতিদিন নিজেকে নতুন করে আবিষ্কার করা, প্রতিদিন নিজের কাজের জন্য কোনো রকম অভিযোগ না করে পরিশ্রম করা- এই শিক্ষাগুলোই ‘জাওয়ান’-এর সেট থেকে আমার সব থেকে বড় পাওনা’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।