শুধু বাংলাদেশে নয়, ভারতেও প্রতারণার ফাঁদ পেতেছে এমএলএম প্রতিষ্ঠান এমটিএফই। এই প্রতারণার জালে পা দিয়ে প্রতারিত হয়েছেন সেখানকার বহু মানুষ।
জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, ছত্তিশগড়, মহারাষ্ট্র আসামসহ বহু রাজ্যে জাল বিছিয়ে ছিল সংস্থাটি।
রবিবার (২০ আগস্ট) উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের আরিফবাড়ী এলাকায় ভুঁইফোঁড় এই সংস্থায় বিনিয়োগকারীরা বিক্ষোভ করলে পুরো ঘটনা সামনে আসে।
বিনিয়োগকারীদের দাবি, শুধু বারাসাত এলাকায় প্রায় দেড় হাজার বিনিয়োগকারী থেকে পঞ্চাশ কোটি রুপির বেশি তছরূপ করেছে সংস্থার দুই প্রধান নির্বাহী (সিইও) প্রণয় দে ও জহিরুল ইসলাম। বারাসাত এলাকাতেই একাধিক হোটেল ব্যবসায় বিনিয়োগ রয়েছে তাদের।
জানা গেছে, কলকাতার নিউটাউনে আবাসন খাতের ব্যবসায়ীদের বিপুল বিনিয়োগ রয়েছে এই সংস্থায়। তবে বাংলাদেশি সংবাদমাধ্যমের বিভিন্ন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে তারা প্রথম সংস্থাটির কার্যক্রম বন্ধের কথা জানতে পারে। এরপর টনক নড়ে বিনিয়োগকারীদের। বারবার বিনিয়োগের টাকা তুলে নেওয়ার চেষ্টা করলেও কোনো লাভ হয়নি।
এদিন সংস্থার সিও প্রণব দে’র হোটেলের সামনে বিক্ষোভ দেখায় তারা। যদিও পরবর্তী কী পদক্ষেপ নেবে তারা সেটা এখনো জানাতে পারেনি। তাদের অনুমান সংস্থার দুই সিইও সহ কর্তা ব্যক্তিরা ইতিমধ্যেই বিদেশে পালিয়ে গেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।