ছাতকে জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন উপনির্বাচনে আশিক-লিকন নির্বাচিত

ছাতকে জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন উপনির্বাচনে আশিক-লিকন নির্বাচিত

আগের সংবাদ

রাতের নিউজ ফ্ল্যাশ

পরের সংবাদ

সিএমপি আয়োজিত জাতীয় শোকদিবসের আলোচনায় নওফেল

বিদেশে বসে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসা যাবে না

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৩ , ৯:৪৪ অপরাহ্ণ আপডেট: আগস্ট ১৯, ২০২৩ , ৯:৪৪ অপরাহ্ণ
বিদেশে বসে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসা যাবে না

বিদেশে বসে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসা যাবে না। কোনো দাবিদাওয়া থাকলে এ সরকারের সঙ্গেই আলোচনায় বসতে হবে। তারেক রহমান খুব ভালোভাবে জানেন, নির্বাচনে বিএনপি জিতলেও তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। কারণ তিনি সাজাপ্রাপ্ত আসামি, রাষ্ট্রপতি ক্ষমা করলে তখন হয়তো পারবেন। কিন্তু রাষ্ট্রপতি তো তাদের দলীয় রাষ্ট্রপতি নন আর রাষ্ট্রপতির মেয়াদও আছে। সুতরাং নির্বাচন হলে তার কোনো লাভ নেই, বরং লন্ডনে বসে রাজনীতির নামে যে চাঁদাবাজি করছেন, সেটা হারাবেন। তাই তিনি চান না যে বিএনপি নির্বাচনে যাক।

শনিবার (১৯ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এ মন্তব্য করেন। সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় খ্যাতিমান সমাজবিজ্ঞনী প্রফেসর ড. অনুপম সেন, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, মুক্তিযোদ্ধা সংসদের মহানগর কমান্ডার মোজাফফর আহমেদ ও ভারপ্রাপ্ত জেলা কমান্ডার সরওয়ার কামাল দুলু, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর কর্মময় জীবন ও আদর্শকে প্রতিপাদ্য বিবেচনা করে আয়োজিত আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়।

উপমন্ত্রী নওফেল বলেন, ‘শেখ হাসিনার সরকার কোনো বহিঃশক্তির তাঁবেদারি করে না। আমরা বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক, সাম্যের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। এজন্য মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক শক্তি, আমাদের সকল বাহিনী, সকল প্রতিষ্ঠান আজ ঐক্যবদ্ধ। সংবিধানের ধারাবাহিকতা রক্ষায় সব বাহিনী, সব প্রতিষ্ঠান ঐক্যবদ্ধ।’

বাংলাদেশ বিরোধী শক্তির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাবার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছিল, তার ধারাবাহিকতা এখনও আছে। ১৯৭০ সালের নির্বাচনে ২৪ শতাংশ মানুষ বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি, স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দেয়নি। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর সেই বাংলাদেশ বিরোধী চক্রকে যেভাবে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করে ফুলিয়ে-ফাঁপিয়ে রাষ্ট্রীয় প্রণোদনা দিয়ে, উৎসাহ দিয়ে, সহযোগিতা দিয়ে তাদের সংখ্যা জ্যামিতিক হারে বাড়ানো হয়েছে, সেটা কিন্তু রাষ্ট্রের জন্য এখনও হুমকি হয়ে আছে।’

জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রের সঙ্গে ছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘খুনি জিয়া রাষ্ট্রপতির মাথায় পিস্তল ঠেকিয়ে ক্ষমতা দখল করেছিলেন, তাকে জেনারেল বলে সম্বোধন করা জেনারেল উপাধির প্রতি অসম্মানজনক। তারা প্রচার করে যে, জিয়াউর রহমান নাকি বিভিন্ন বাহিনীতে খুবই জনপ্রিয় ছিলেন।’ ‘যদি জনপ্রিয়ই থাকতেন, তাহলে তার শাসনামলে ২৬ বার ক্যু কিভাবে হয়, ১৩০০ সামরিক কর্মকর্তাকে তিনি কিভাবে ফাঁসিতে ঝুলিয়েছিলেন, বিমানবাহিনীতে গোয়েন্দা সংস্থাকে দিয়ে ক্যুয়ের নাটক করে কিভাবে দুইশ’র বেশি অফিসারকে ফাঁসি দেয়া হয়েছিল, এত নির্মম হত্যাযজ্ঞ কিভাবে চালানো হয়েছিল ? এতকিছুর পরও মোটাদাগে আমাদের পুলিশ, আমাদের সেনাবাহিনী, আমাদের বাহিনীগুলো মুক্তিযুদ্ধের পক্ষে, সত্যের পক্ষে ছিল। না হলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি প্রতিষ্ঠিত হতো না।’

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়