গত এক সপ্তাহ ধরে যাকে ঘিরে মিডিয়ায় চলছিলো তুলকালাম অবস্থা। গত ৪ আগস্ট আদিফ হাসানের পরিচালনায় নির্মাণাধীন নাটক ‘শ্বশুর বাড়ির প্রথম দিন’র সেটে তর্কাতর্কি, পুলিশ আসা ও শুটিং বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটে। জানা যায়, এদিন সেটে উত্তেজিত অবস্থায় নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে আচরণ করেন অভিনেত্রী চমক। এরপর নিজের নিরাপত্তার কথা বলে পুলিশও ডেকে আনেন শুটিং ইউনিটে। এ ঘটনায় নাটকটির কাজ মাঝপথেই বন্ধ হয়ে যায়। এরপর ফেসবুক পোস্ট ও বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে জ্যেষ্ঠ অভিনেতা ফখরুল বাশার ও তরুণ অভিনেতা আরশ খানের বিরুদ্ধে আপত্তিকর অভিযোগ তোলেন চমক। এমনকি তিনি থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেন।
গত রবিবার বিকেলে বিষয়টি নিয়ে অভিনয়শিল্পী সংঘের বিচার সভা অনুষ্ঠিত হয়। এতে শিল্পী সংঘ, ডিরেক্টরস গিল্ড ও টেলিভিশন এবং ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টেলিপ্যাবের সভাপতি মনোয়ার হোসেন পাঠানের সভাপতিত্বে সভার প্রথমে অভিযোগ সংক্রান্ত সবার আবেদনগুলো পাঠ করা হয় ও অভিযোগকারী অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ও নির্মাতা আদিফ হাসানের বক্তব্য শোনা হয়। ঘটনার সাক্ষী হিসেবে অভিনেতা আরশ খানের বক্তব্যও শোনেন সংগঠনের নেতারা। ঘটনার সার্বিক বিশ্লেষণ শেষে অভিনয়শিল্পী সংঘের দেওয়া রায়ে দোষী সাব্যস্ত করেন রুকাইয়া জাহান চমক।
সেজন্য তাকে আর্থিক জরিমানা যেমন করা হয়েছে, তেমনি আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার নির্দেশও দেয়া হয়েছে। দোষী সাব্যস্ত হওয়ায় চমকের ব্যাপারে চারটি কড়া সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। মূলত এই ঘটনার আলোকেই টিভি সেক্টরের সকল শিল্পী-কুশলীদের প্রতি আরো দুটি নির্দেশনা দেওয়া হয়েছে। যেগুলোর মধ্যে অন্যতম হলো, কোন আপত্তিকর ঘটনা ঘটলে প্রথমে সংশ্লিষ্ট সংগঠনে সেটি জানাতে হবে। সমাধানের আগে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বা পত্রিকায় মন্তব্য করা যাবে না।
সোমবার রাতে লিখিত আকারে গণমাধ্যমে পাঠানো হয়েছে অভিনয়শিল্পী সংঘের প্যাডে জানানো হয়, ‘যেহেতু সোশ্যাল মিডিয়া কিংবা অনলাইন ইন্টারভিউ ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ কোনো ঘটনার সমাধান দিতে পারে না বরং যে কোনো পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করে, সেহেতু এখন থেকে আন্তঃসংগঠনের কার্যনির্বাহী কমিটির এবং সকল সংগঠনের সকল সাধারণ সদস্য যে কোন ঘটনার প্রেক্ষিতে যার যার সংশ্লিষ্ট সংগঠনে অভিযোগ করবেন। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে ইন্টারভিউ ও সোশ্যাল মিডিয়াতে কোনপ্রকার পোস্ট করতে পারবেন না।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।