অনলাইনে প্রসাধন সামগ্রী কেনা-ব্যবহার থেকে সাবধান!

অনলাইনে প্রসাধন সামগ্রী কেনা-ব্যবহার থেকে সাবধান!

আগের সংবাদ
ডেঙ্গুতে আরও ১১ প্রাণহানি

ডেঙ্গুতে আরও ১১ প্রাণহানি

পরের সংবাদ

আলীকদমে সাইংপ্রা ঝর্ণায় উঠতে গিয়ে পর্যটকের মৃত্যু

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৩ , ৬:৩০ অপরাহ্ণ আপডেট: আগস্ট ১৩, ২০২৩ , ৬:৩০ অপরাহ্ণ
আলীকদমে সাইংপ্রা ঝর্ণায় উঠতে গিয়ে পর্যটকের মৃত্যু

চলতি বর্ষা মৌসুমে অপরূপ সৌন্দর্য্যের ভরপুর সবুজ অরণ্য ঘেরা পাহাড়ের ঝর্ণা। সেই সৌন্দর্য কাছে থেকে দেখতে বান্দরবানে আলীকদম উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়নের ৪নং ওয়ার্ড সংলগ্ন দোছড়ি সাইংপ্রা ঝর্ণায় ২১ সদস্য বিশিষ্ট পর্যটকের ১টি দল ভ্রমণে উদ্দেশ্যে যায়। এদের মধ্যে মোহাম্মদ আতাহার ইসরাক রাফি নামের এক পর্যটক হঠাৎ অসাবধানতা বশতঃ পাথরের ঝর্ণা হতে নিচে পড়ে গিয়ে মাথা ফেটে গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেছে।

রবিবার (১৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন আলীকদম থানার অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার তবিদুর রহমান। এর আগে শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট স্থানীয় গাইডের সহযোগিতায় ঢাকা হতে ২১ সদস্যে বিশিষ্ট পর্যটক দল নিয়ে বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম দোছড়ি এলাকার সাইংপ্রা ঝর্ণা ভ্রমণে যান। বৈরী আবহাওয়ার কারণে সেখানে তারা আটকা পড়েন। এক পর্যায়ে হঠাৎ অসাবধানতা বসত পাহাড় হতে নিচে পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলে মোহাম্মদ রাফি মারা যান। তার বাড়ি চট্টগ্রাম জেলার বাকলিয়া উপজেলায় বলে জানা গেছে।

আজ রবিবার (১৩ আগষ্ট) সকালে মোবাইল ফোনের মাধ্যমে ৪নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাত পুং ম্রো জানান, ঘটনাস্থল অত্যন্ত দুর্গম এলাকা। পাশাপাশি রাত বেশি হওয়ায়, সেখানে মোবাইল নেটওয়ার্ক বিছিন্ন থাকার কারণে উদ্ধারকারী দল রাতে অভিযান পরিচালনা করতে ব্যর্থ হয়। পরে সকালে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় লাশটি উদ্ধার করার কার্যক্রম চালায়।

আলীকদম থানার অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার তবিদুর রহমান জানিয়েছেন, আলীকদমের দোছড়ি এলাকার সাইংপ্রা ঝর্ণা থেকে পড়ে মোহাম্মদ আতাহার ইসরাক রাফি নামে এক ট্যুর অপারেটরের মৃত্যু হয়েছে। বাকিরা সবাই নিরাপদে আছেন বলে খবর পেয়েছি। লাশটি আলীকদম সদরে নিয়ে আসলে বিস্তারিত জানা যাবে।

কেএমএল

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়