প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন নিয়ে মতামত নেবে সরকার

সাইবার আইন নিয়ে মতামত নেবে সরকার

আগের সংবাদ

ডুজার বর্ষসেরা পুরস্কার পেলেন ছয় ক্যাম্পাস প্রতিনিধি

পরের সংবাদ

বৃষ্টি কমলেও জলাবদ্ধতা কমেনি, দুর্ভোগে মানুষ

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৩ , ৬:৩০ অপরাহ্ণ আপডেট: আগস্ট ১০, ২০২৩ , ৬:৩৯ অপরাহ্ণ
বৃষ্টি কমলেও জলাবদ্ধতা কমেনি, দুর্ভোগে মানুষ

বৃষ্টি কমে গেলেও পটুয়াখালীর কুয়াকাটাসহ সমুদ্র উপকূলের মানুষের দুর্ভোগ কমেনি। গত কয়েক দিন টানা বৃষ্টিতে গ্রামের পার গ্রাম তলিয়ে গেছে।

পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় উপকূলের বিভিন্ন ইউনিয়নের বেশির ভাগ কাঁচা ও অর্ধপাকা রাস্তাঘাট ডুবে রয়েছে। সেই সঙ্গে অনেকের ঘরবাড়ি পানিতে প্লাবিত হয়েছে। এসব পরিবারের উনুন এখন ঘরের দোতলায় স্থাপিত হয়েছে।

কৃষকদের বীজতলা পানির নিচে তলিয়ে থাকায় তা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। ফলে এ বছর আমন ফসল পাওয়া নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন এসব কৃষকরা। একই সঙ্গে জলাবদ্ধতায় বর্ষাকালীন সবজিসহ অপরাপর সবজির ক্ষেতে পচন ধরেছে। দেখা দিয়েছে গো-খাদ্যের চরম সংকট। আবার অনেকেই আশে-পাশের অপেক্ষাকৃত উঁচুস্থানে গরু-ছাগল নিরাপদে রেখেছেন। তলিয়ে গেছে মাছের ঘের, পুকুর। এর জন্য স্থানীয় বাসিন্দারা এলাকার প্রভাবশালী ও স্বার্থান্বেষী মহলকে দায়ী করছেন। এরই মধ্যে মহিপুর ও চাকামইয়া এবং লতাচপলি ইউনিয়নের খালের একাধিক বাঁধ কেটে দেয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ বলেন, বৃষ্টির পানি যাতে দ্রুত সারানো যায় এ জন্য আমরা কাজ করছি। যারা বাঁধ দিয়েছিল তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যাবস্থা নেয়া হবে। এরই মধ্যে অনেক ইউনিয়নে বাঁধ কাটা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়