ফিলিপাইনে ৫.৪ মাত্রার ভূমিকম্প

আগের সংবাদ

মুহূর্তে ধসে পড়ল তিনতলা ভবন, ভূমিধসে নিহত ৩

পরের সংবাদ

জায়েদ খানের নায়িকা হচ্ছেন সায়ন্তিকা!

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৩ , ৯:৪৮ পূর্বাহ্ণ আপডেট: আগস্ট ৯, ২০২৩ , ৯:৪৮ পূর্বাহ্ণ

এবার জায়েদ খানের নায়িকা হচ্ছেন টলেউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

এর আগে ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘নকাব’ ছবিতে বাংলার সুপারস্টার শাকিব খানের সঙ্গে ঢালিউড মাতিয়েছেন সায়ন্তিকা। এবার জায়েদ খানের বিপরীতে তাকে দেখা যাবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

রাজনীতি ও অভিনয় সমান তালে চালিয়ে যাচ্ছেন এ অভিনেত্রী। এবার তিনি বাংলাদেশের ছবিতে অভিনয় করতে প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া এ মুহূর্তে দলের কাজেও ব্যস্ত তিনি।

প্রস্তাবিত ছবিটি বাংলাদেশের একটি বড় প্রযোজনা সংস্থার নির্মাণ করতে যাচ্ছে। তবে ছবির নাম এখনও চূড়ান্ত করা হয়নি।

মূল ধারার এ সিনেমায় দর্শকদের বিনোদনের যাবতীয় উপাদানই থাকবে। এ অভিনেত্রীর বিপরীতে থাকবেন অভিনেতা জায়েদ খান। ছবিটির পরিচালনা করবেন তাজু কামরুল।

এ বিষয়ে সায়ন্তিকা জানান, বিষয়টি নিয়ে তিনি এখনই বিস্তারিত কথা বলতে চান না। এখনও কোনও কিছু চূড়ান্ত হয়নি।

 

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়