নানার দেয়া নাম জানালেন পরী মণি

নানার দেয়া ছেলের নাম জানালেন পরী মণি

আগের সংবাদ

মার্কিন জাহাজ আটকের হুমকি ইরানের

পরের সংবাদ

তানজিন তিশা

মনে হচ্ছিল, আমি মারা যাবো

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩ , ১২:১৫ অপরাহ্ণ আপডেট: আগস্ট ৮, ২০২৩ , ১২:৩০ অপরাহ্ণ
মনে হচ্ছিল, আমি মারা যাবো: তানজিন তিশা

হঠাৎ করেই ফেসবুকে নিজের অসুস্থতার কথা জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগের এই মাধ্যমে হাসপাতালের শয্যায় (বেড) শুয়ে থাকা একটি ছবিও প্রকাশ করেন তিনি।

‘হাসপাতালে ভর্তি হওয়ার পরেও অবস্থা আরো খারাপ হতে থাকে। চিকিৎসক এটা দেখার পরে একটা ওষুধ দেন। সঙ্গে বলে দেন, এটা নেয়ার পর একটু কষ্ট হবে। ওষুধটি নেয়ার কিছুক্ষণের মধ্যেই মনে হলো, পুরো শরীরে আগুন ধরে গেছে। মনে হচ্ছিল, আমি মারা যাবো। যেন মৃত্যুযন্ত্রণা কাছ থেকে দেখেছি। ওই সময় আমার মাকে জড়িয়ে ধরেছিলাম। প্রায় তিন ঘণ্টা পর কিছুটা সুস্থবোধ করি’
– অভিনেত্রী তানজিন তিশা

তিশার সেই ছবি প্রকাশের পরেই ভক্তদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। সবাই প্রশ্ন করেন, কী হয়েছে অভিনেত্রীর? বর্তমানে তিনি সুস্থ আছেন কি না।

বিষয়টি নিয়ে একটি সংবাদমাধ্যমকে তিশা জানান, গত কয়েকদিন ধরেই অসুস্থবোধ করছিলেন তিনি। এরপর জ্বর ওঠে ১০৩ ডিগ্রি। অবস্থা মন্দতর হওয়ায় হাসপাতালে ভর্তি হন।

কেন এমন হলো- এমন প্রশ্নের জবাবে তিশা বলেন, চিকুনগুনিয়া, ডেঙ্গুসহ আরও কিছু পরীক্ষা করিয়েছি। এসব হয়নি। আমি কিছুদিন ধরে ডায়েট করছিলাম। তা ছাড়া কিছুদিন ধরে দুশ্চিন্তাও করছিলাম। চিকিৎসকের ধারণা, এসব মিলিয়েই এমনটি হয়েছে। আপাতত আমাকে ডায়েট বন্ধ করতে বলেছেন। প্রচুর খাওয়ার পরামর্শ দিয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে বাসায় বিশ্রামে আছি।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়