ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয়, পরিবর্তন

আগের সংবাদ
নারায়ণগঞ্জে ভারী বৃষ্টিতে ঘরের ভেতর কোমর পানি

নারায়ণগঞ্জে ভারী বৃষ্টিতে ঘরের ভেতর কোমর পানি

পরের সংবাদ

তাড়াশকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হবে

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৩ , ২:৩২ অপরাহ্ণ আপডেট: আগস্ট ৭, ২০২৩ , ২:৩২ অপরাহ্ণ
তাড়াশকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হবে

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. মেজবাউল করিম।

সোমবার (৭আগষ্ট) উপজেলা পরিষদ হলরুমে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংকালে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

আগামী ৯ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪র্থ পর্যায়ের ২য় ধাপের উপকারভোগী পরিবারের কাছে জমিসহ গৃহ হন্তান্তর কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন।

ওইদিন তাড়াশ উপজেলায় ৪র্থ পর্যায়ে ২য় ধাপের তালিকা ভুক্ত ৩৫টিসহ এ পর্যন্ত তাড়াশ উপজেলায় সর্বমোট ৩৫৬টি গৃহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর করা হবে।

প্রেস ব্রিফিং-এ তিনি বলেন, তাড়াশ উপজেলার ‘ক’ শ্রেণীর তালিকা ভুক্ত উপকার ভোগীদের নিকট গৃহ ও জমি হস্তান্তর পূর্বক তাড়াশ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হবে।

গৃহহীন ও ভূমিহীনদের ঘর নির্মাণ কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। এর পরও যদি গৃহহীন ও ভূমিহীন পরিবারের সন্ধান পাওয়া যায় তাহলে তাকে তাৎক্ষণিক ঘর নির্মাণ করে দেওয়া হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে জায়গা আছে ঘর নেই প্রকল্প শুরু হবে।

তিনি আরও বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল উদ্যোগ স্বার্থক হবে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি নূরী তাসমিন উর্মি, উপজেলা প্রকৌশলী মোঃ ফজলুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মউসআব্বইর হোসেন খান প্রমুখ।

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়