×

জাতীয়

আগস্টই হতে পারে ডেঙ্গুর পিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ০৩:২৬ পিএম

আগস্টই হতে পারে ডেঙ্গুর পিক

চলতি বছর আগস্টেই হয়তো ডেঙ্গু পরিস্থিতির পিক (সংক্রমণের সর্বোচ্চ চূড়া) হতে পারে।

তবে তা ঢাকায় এবং ঢাকার বাইরে কিছুটা ভিন্ন হতে পারে বলে মনে করছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন।

রবিবার (৬ আগস্ট) ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল ব্রিফিংয়ে এই মত প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, সংক্রমণ বাড়ার পর বর্তমানে ঢাকায় ডেঙ্গু পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। কিন্তু ঢাকার বাইরে তেমনটি নয়। পরিস্থিতি দেখে আমি মনে করছি ঢাকায় আমরা পিকের খুব কাছাকাছি। সংক্রমণের হার ধীরে ধীরে কমতে পারে। তবে ঢাকার বাইরে পিকে যেতে আরও এক দুই সপ্তাহ লাগতে পারে।

তিনি আরও বলেন, গত বছর অক্টোবর মাসে আমরা পিকে পৌঁছেছিলাম। কিন্তু সব সময় তা একই সময়ে হবে তেমন নাও হতে পারে। এবছর আমরা আগস্ট মাসই পিক হতে পারে।

উল্লেখ্য, দেশে চলতি বছর ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়ছে। বাংলাদেশে এর আগে শুধু ২০১৯ ও ২০২২ সালে এর চেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জুনে পাঁচ হাজার ৯৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, জুলাইতে ভর্তি হয়েছেন ৪৩ হাজার ৮৫৪ জন রোগী। জুন মাসে ৩৪ জনের মৃত্যু হলেও জুলাই মাসে প্রাণ যায় ২০৪ জনের। আগস্টে ৩০০ ছাড়িয়েছে ডেঙ্গু রোগীর মৃত্যু। এই সংখ্যা সামনে আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App