দৈনিক ভোরের কাগজের ইলেকট্রেশিয়ান মো. মাহবুব হাসানের বাসায় ঢুকে আড়াই লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় তার মা ও সাড়ে ৩ বছরের ছোট বোনকেও মারধর করে তারা।
রবিবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে উত্তর বাড্ডা তেঁতুলতলা এলাকার আবদুল আলীর বাসার ৫ তলায় এ ঘটনা ঘটে।
মাহবুব হাসান জানান, বেড়াতে আসা খালাতো ছোট বোনকে নিয়ে গতকাল তার মা মর্জিনা বেগম বাসা তালা দিয়ে কেনা-কাটা করতে যান। এর মধ্যে বাসায় ফিরলে দরজায় তালা না দেখে বেল বাজান তিনি। পরে দরজা খুলে দুর্বৃত্তরা তার মাকে ঘরে ভেতরে টেনে নেয়ার চেষ্টা করেন। তবে অচেনা লোক দেখে বাধা দেন তিনি।
একপর্যায়ে মাকে ও ছোট বোনকে মেরে বাইরে দিকে ফেলে দেয় দুর্বৃত্তরা ও পালিয়ে যায়। তবে এর মধ্যেই প্রবেশ করে দেখা যায় পুরো ঘর তছনছ। এছাড়াও ১০ ভরি স্বর্ণ ও আড়াই লাখ টাকা নেই। এ ঘটনা সিসিটিভি ফুটেজে দুর্বৃত্তদের দেখা গেছে। তারা দুজন ছিলেন। এ ঘটনায় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।