তোষাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দোষী সাব্যস্ত হওয়ায় তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধানের পদ আর ধরে রাখতে পারবেন না।
রবিবার (৬ আগস্ট) দেশটির সুপ্রিম কোর্টের (এসসি) বিশিষ্ট আইনজীবী জুলফিকার আহমেদ ভুট্টো বিষয়টি নিশ্চিত করেছেন। খবর দ্য নিউজ, জিও নিউজের।
ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত ইমরান খানকে আইন লঙ্ঘন করে রাষ্ট্রীয় উপহার বিক্রি করার মামলায় দোষী সাব্যস্ত করার পর পিটিআই প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে।
খানের বিরুদ্ধে বিদেশ সফরের সময় বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে পাওয়া ১৪০ মিলিয়ন রুপি বা ৪ লাখ ৯০ হাজার ডলার মূল্যের রাষ্ট্রীয় উপহার বিক্রি করার অভিযোগ আনীত হয়েছে। এর মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে তিনি তার পদের অপব্যবহার করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।