২০১২ সালের ৫ ফেব্রুয়ারি কলকাতার পার্কস্ট্রিটের একটি ক্লাব থেকে বেরিয়ে রাতে বাড়ি যাওয়ার সময় বেহালার বাসিন্দা সুজেট জর্ডনকে একটি বিলাসবহুল গাড়িতে তুলে জোর করে ধর্ষণ করা হয়।
ওই ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত কাদের খানের প্রেমিকা ছিলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান।
তিনি নাকি কাদেরকে পালিয়ে থাকতে সাহায্য করেছিলেন বলে অভিযোগ উঠেছে। তবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেন নুসরত জাহান।
জানা গেছে, কলেজে পড়ার সময় কাদের খানের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন নুসরাত। পরে তার মাধ্যমেই সিনেমা নাম লেখান তিনি।
প্রসঙ্গত, পার্কস্ট্রিটে ধর্ষণের পর ভীত সন্ত্রস্ত নির্যাতিতা ঘটনার কয়েকদিন পর সাহস যুগিয়ে পার্কস্ট্রিট থানায় অভিযোগ করেন। কিন্তু পুলিশ প্রথমে তার অভিযোগ নিতে চায়নি ৷পরে অভিযোগ নথিভুক্ত হলেও তদন্তে আগ্রহ দেখায়নি পুলিশ। তৎকালীন পুলিশ কমিশনার দময়ন্তী সেনের হস্তক্ষেপে মামলা নিলে মেডিক্যাল পরীক্ষায় ধর্ষণের প্রমাণ খুঁজে পায়।
প্রত্যক্ষদর্শীদের বয়ান, সিসিটিভি ফুটেজ এবং নির্যাতিতার বয়ানের ভিত্তিতে ৷ অভিযুক্তদের শনাক্ত করার পর গাড়িটিকেও চিহ্নিত করা হয় যাতে নির্যাতিতাকে ধর্ষণ করা হয়েছিল। সেই গাড়িতে তল্লাশি চালিয়ে মেলে সুজেটের দুল এবং কয়েক গাছা চুল ৷ গাড়িতে ধস্তাধস্তির প্রমাণও মেলে ৷ ধর্ষিতার বক্তব্যের সত্যতা সেদিনই প্রমাণ হয়েছিল। কিন্তু বিচার প্রক্রিয়া চলাকালীনই ২০১৫ সালের মার্চ মাসে মারা যান নির্যাতিতা সুজেট জর্ডন৷
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।