৩৭০ ধারা বাতিল জম্মু-কাশ্মিরের জন্য কতোটা স্বস্তিদায়ক?

আগের সংবাদ
কুমিল্লায় র‍্যাবের হাতে অস্ত্রসহ আটক ১

কুমিল্লায় র‍্যাবের হাতে অস্ত্রসহ আটক ১

পরের সংবাদ

ইডি আমায় ডাকবে না: নুসরাত

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৩ , ৩:৩৪ অপরাহ্ণ আপডেট: আগস্ট ৫, ২০২৩ , ৩:৩৪ অপরাহ্ণ
ইডি আমায় ডাকবে না: নুসরাত

ভারতের পশ্চিমবঙ্গে বসিরহাটের তৃণমূলদলীয় সংসদ সদস্য ও অভিনেত্রী নুসরাত জাহানের নামে ফ্ল্যাট দেয়ার নামে কোটি টাকার প্রতারণার অভিযোগে ইডির দপ্তরে অভিযোগ জানিয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা।

তবে গত বুধবার সাংবাদিক সম্মেলনে সেই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন নুসরাত। কিন্তু সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি নায়িকা। সম্প্রতি শহরের একটি অনুষ্ঠানে যশ দাশগুপ্তর হাত ধরে দেখা যায় নুসরাতকে। সেখানে এই প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে প্রথমে এড়িয়ে গেলেও অবশেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন নুসরাত।

তাকে প্রশ্ন করা হয়, যদি ইডি ডেকে পাঠায়, তা হলে কী করবেন তিনি। উত্তরে নুসরাত জোর দিয়ে বলেন, ‘এর জন্য ইডি আমায় ডাকবে না।

তবে এই কথোপকথনের শুরুটা অবশ্য যশই করেন। তিনি বলেন, কে কী বলছে যায় আসে না। আদালত যেটা বলবে সেটাই শেষ পর্যন্ত মানতে হবে। আমাদের আদালত কী জবাব দেয়, সেটার জন্যই অপেক্ষা করা উচিত। তার পর না হয় আমরা উত্তর দেব।

পরে উত্তর দিয়েছেন নুসরাত বলেন, আমার যা বলার ছিল তা বুধবারের সাংবাদিক সম্মেলনে বলেছি। স্পষ্ট ভাষায় বলেছি।

প্রতারণার অভিযোগ ওঠার দেড় দিন পর সাংবাদিক বৈঠক ডেকেছিলেন তিনি। বিজেপি নেতা শঙ্কুদেব তৃণমূলের লোকসভা সংসদ সদস্যের বিরুদ্ধে ফ্ল্যাট দুর্নীতির অভিযোগ এনেছিলেন সোমবার সন্ধ্যায়।

এমন কি মঙ্গলবার রাতে তাতে সুর মিলিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এর পরই বুধবার দুপুরে প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক ডাকেন নুসরাত। নুসরাত জানান, তিনি ওই সংস্থা থেকে ঋণ নিয়ে নিজের ফ্ল্যাট কিনেছিলেন। সেই ঋণ সুদ-সহ ফিরিয়েও দিয়েছেন। কোনও দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত নন।

এদিকে, নুসরতের পাশে কথা জানিয়ে তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ বলেন, আমি নিজের ব্যক্তিগত জায়গা থেকে যা বুঝেছি মিডিয়া ট্রায়াল একটি বিশাল বড় ব্যাপার। আদালতের তরফে কিছু জানানোর আগেই মিডিয়াতে লেখা হচ্ছে। অভিযোগ প্রমাণের আগে দোষী বলা হচ্ছে। সেটা তো ঠিক নয়। আমার সঙ্গে নুসরতের কথা হয়নি। তবে এটা ঠিক, ভিউজ বা টিআরপির জন্য অন্য কারও ক্ষতি হচ্ছে সেটা ভাবা উচিত।

কেএমএল

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়