বিশ্বকাপে ফের মরক্কোর চমক

বিশ্বকাপে ফের মরক্কোর চমক

আগের সংবাদ

আন্তর্জাতিক স্বীকৃতি পেলো টেকনোর ক্যামন ২০ সিরিজ

পরের সংবাদ

সাংবাদিকদের কল্যাণে প্রধানমন্ত্রীর অবদান অনস্বীকার্য

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৩ , ৭:১৫ অপরাহ্ণ আপডেট: আগস্ট ৩, ২০২৩ , ৭:১৫ অপরাহ্ণ
সাংবাদিকদের কল্যাণে প্রধানমন্ত্রীর অবদান অনস্বীকার্য

খাগড়াছড়িতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’র অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) কার্যালয়ে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দেশের সাংবাদিকদের কল্যাণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অনস্বীকার্য। এ ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করা হয়।

পরে, খাগড়াছড়ির ৪ জন অসুস্থ, দুস্থ সাংবাদিকদের মাঝে ৩ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

এসময়, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি দুলাল হোসেন, লিটন ভট্টাচার্য রানা, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি শংকর চৌধুরী, চ্যালেন টোয়েন্টিফোর প্রতিনিধি নুরুচ্ছফা মানিক, এশিয়ান টেলিভিশনের বিপ্লব তালুকদার, প্রতিদিনের চিত্রের দহেন ত্রিপুরা ও পার্বত্য নিউজের প্রতিনিধি খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়