দৈনিক রেমিট্যান্স আসছে ৬ কোটি ২৫ লাখ ডলার

দৈনিক রেমিট্যান্স আসছে ৬ কোটি ২৫ লাখ ডলার

আগের সংবাদ
জালালাবাদ সংস্কৃতি পরিষদের নেতৃত্বে জয়ন্ত-সেলিনা

জালালাবাদ সংস্কৃতি পরিষদের নেতৃত্বে জয়ন্ত-সেলিনা

পরের সংবাদ

বিএনপি’র অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে রংপুরে আওয়ামী লীগের বিক্ষোভ

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৩ , ৯:১৯ অপরাহ্ণ আপডেট: জুলাই ৩০, ২০২৩ , ৯:৩৩ অপরাহ্ণ

বিএনপির অগ্নিসন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি এবং সহিংস ঘটনার প্রতিবাদে রংপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুলাই) বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আগামী ২ আগস্ট রংপুরে জেলা স্কুল মাঠে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আগমন উপলক্ষে রংপুরে অবস্থান করা কেন্দ্রীয় নেতারা এই কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিতে অংশ নেতারা হলেন সভাপতিমণ্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, সুজিত দায় নন্দী এবং কেন্দ্রীয় সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া।

মিছিলটি হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে রংপুর শিল্পকলা একাডেমির সামনে থেকে শুরু হয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে বিএনপিকে নৈরাজ্য সহিংসতা অগ্নিসন্ত্রাসের পথে না হেঁটে সোজা পথে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

রংপুর জেলা ও মহানগর নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার আহ্বায়ক এ কে এম ছায়াদত হোসেন (বকুল), যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী (বাবলু), জয়নাল আবেদীন ও আনোয়ারুল ইসলাম, বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য এ কে এম আহসানুল হক চৌধুরী সদস্যসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা।

কেএমএল

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়