সড়কে অবৈধ যানবাহন বন্ধের দাবি জাতীয় কমিটির

সড়কে অবৈধ যানবাহন বন্ধের দাবি জাতীয় কমিটির

আগের সংবাদ

শিক্ষকদের আন্দোলন আজকের মধ্যেই বন্ধ করতে বললেন শিক্ষামন্ত্রী

পরের সংবাদ

কক্সবাজার পর্যটন হাব, সুন্দরবনে লাইট হাউজ করার সুপারিশ

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৩ , ৫:০০ অপরাহ্ণ আপডেট: জুলাই ২৬, ২০২৩ , ৫:০৩ অপরাহ্ণ

দেশী বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে কক্সবাজারকে পর্যটন হাব করার সুপারিশ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। এছাড়া কক্সবাজারকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে কক্সবাজার জেলা প্রশাসন ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকে বলেছে সংসদীয় কমিটি।

বুধবার (২৬ জুলাই) একাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪০তম বৈঠক কমিটির সভাপতি র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, আশেক উল্লাহ রফিক, আনোয়ার হোসেন খান, শেখ তন্ময়, সৈয়দা রুবিনা আক্তার ও কানিজ ফাতেমা আহমেদ অংশ নেন।

বৈঠকে সুন্দরবনকে নিয়ে পর্যটন মহাপরিকল্পনায় একটি লাইট হাউজসহ বন্যপ্রাণী অবজারভেশন টাওয়ার নির্মাণের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে সামগ্রিক আলোচনা করা হয়। পরিবেশ ঠিক রেখে ময়মনসিংহের গারো পাহাড় ও অন্যান্য পর্যটন কেন্দ্রের আধুনিকায়নের বিষয়ে সামগ্রিক মহাপরিকল্পনায় অন্তর্ভুক্ত ককরার কথাও বলা হয়েছে।

কমিটি বাংলাদেশ বিমান (রহিত বাংলাদেশ বিমান অর্ডার পুনর্বহাল এবং সংশোধন) বিল-২০২৩ সংশোধন করে বৈঠকে পেশ করা হয় এবং বিলটি চূড়ান্তভাবে সংসদে উত্থাপন করার সিদ্ধান্ত নেয়।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কমকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়