×

জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ০৫:৫৬ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল

প্রতীকী ছবি

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল

বুধবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি: সংগৃহীত

‘গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে ডিসেম্বরে শীতকালীন ছুটির সঙ্গে তা সমন্বয় করে বাড়িয়ে দেয়া হবে’ - শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে। শীতের ছুটির সঙ্গে তা সমন্বয় করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে আন্দোলনকারী শিক্ষকদের নিয়ে বুধবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সভা শেষে এই সিদ্ধান্তের বিষয়টি জানান। ওই সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ও শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গ্রীষ্মকালীন অবকাশ, হিজরি নববর্ষ ও আশুরা উপলক্ষে ২০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সূচি ছিল।

শিক্ষামন্ত্রী বলেন, গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে ডিসেম্বরে শীতকালীন ছুটির সঙ্গে তা সমন্বয় করে বাড়িয়ে দেয়া হবে। এখন ক্লাস চলবে, যাতে নভেম্বরের মধ্যে পরীক্ষা সব শেষ করতে পারি। আগামীকাল বৃহস্পতিবার ছুটি থাকবে। আর রবিবার থেকে নিয়মিত ক্লাস হবে।

প্রাথমিক বিদ্যালয়েও গ্রীষ্মকালীন ছুটি বাতিল সরকারি প্রাথমিক বিদ্যালয় এই মুহূর্তে বন্ধ রাখার কোনো পরিকল্পনা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নেই। বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এক বিজ্ঞপ্তিতে এমনটি বলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ ঘূর্ণিঝড় মোখা, বন্যা ও তীব্র দাবদাহের কারণে এরই মধ্যে একাধিকবার বন্ধ ছিল। এতে শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা দূর করতে নিরবচ্ছিন্ন পাঠদান প্রয়োজন। এতে বলা হয়, তাই এই মুহূর্তে স্কুল বন্ধ রাখার কোনো পরিকল্পনা নেই। পরবর্তীতে এ ধরনের কোন সিদ্ধান্ত হলে তা জানানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App