×

আন্তর্জাতিক

ইউক্রেনে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৩, ১১:৫৩ এএম

ইউক্রেনে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া
ইউক্রেনের বন্দর নগরী মাইকোলাইভ এবং দক্ষিণ ও পূর্বাঞ্চলে সোমবার রাতভর ব্যাপক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের শস্য রপ্তানি করা হয় যেসব বন্দর দিয়ে, তার মধ্যে অন্যতম এই মাইকোলাইভ বন্দর।খবর: রয়টার্সের। ইউক্রেনের বিমানবাহিনী মঙ্গলবার ভোরে জানিয়েছে, রাশিয়া ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে দক্ষিণ ও পূর্ব ইউক্রেনের বহু লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর ওদেসা এবং মাইকোলাইভ, দোনেৎস্ক, খেরসন, জাপোরিঝিয়া এবং দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রাশিয়া আরও ড্রোন হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া পোলতাভা, চেরকাসি, দিনিপ্রোপেত্রোভস্ক, খারকিভ এবং কিরোভোহরাদ অঞ্চলে আক্রমণ করার জন্য রাশিয়া ব্যালিস্টিক অস্ত্রও ব্যবহার করতে পারে ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে। ওদেসা অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেহ কিপার বলেছেন, রাশিয়ার ড্রোন হামলা প্রতিহত করতে সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়োজিত রয়েছে। এদিকে ইরানের তৈরি শাহেদ ড্রোন ইউক্রেনের মাইকোলাইভ অঞ্চলে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে বলেও সোশ্যাল মিডিয়ায় খবর পাওয়া যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App