×

জাতীয়

আরপিও সংশোধন: ইসির ক্ষমতা কমেনি বরং বেড়েছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ০১:৫৩ পিএম

আরপিও সংশোধন: ইসির ক্ষমতা কমেনি বরং বেড়েছে

ছবি: সংগৃহীত

ইসির চাহিদা মোতাবেক আরপিও সংশোধন সরকারের সদিচ্ছার প্রকাশ ঘটেছে

নির্বাচন কমিশনের চাহিদা অনুসারে আরপিও সংশোধন করে সরকার তার সদিচ্ছার প্রকাশ ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুর আউয়াল।

আজ সোমবার (১০ জুলাই) নির্বাচন ভবনে আরপিও সংশোধনীর বিষয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইতিমধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আরপিও সংশোধনে স্বাক্ষর করায় তা আইনে পরিণত হয়েছে।

সিইসি বলেন, আমাদের চাহিদা ছিল জাতীয় নির্বাচনে কোনো সংসদীয় আসনের ভোটে গণ্ডগোল বা অনিয়ম হলে ইসি সে কেন্দ্রের ভোট বাতিল বা বন্ধ করতে পারবে। সরকার সেটি আইনে পরিণত করায় আমরা ভোট গ্রহণের সময় যদি কোন কেন্দ্রে অনিয়ম দেখি তাহলে বাতিল করবো, যদি সবগুলো কেন্দ্রে অনিয়ম হয় তাহলে পুরো সংসদীয় আসনের ভোট বাতিল হবে, এটাতে ইসির ক্ষমতা হ্রাস করা হয়নি বরং আইন করে ইসির ক্ষমতা বাড়ানো হলো। এই সংশোধনীর মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের সদিচ্ছার প্রকাশ ঘটেছে।

সিইসি বলেন, আরপিও সংশোধনীর আগে ইসির সঙ্গে আলাপ আলোচনা করা হয়েছে। আমাদের মতামত নিয়েই আরপিও সংশোধন করা হয়েছে। এতে আমাদের ক্ষমতা কমেনি, বরং বেড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App