রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় নিহত ১

আগের সংবাদ

চোখের জলে তামিমের বিদায়

পরের সংবাদ

সম্রাটের অবৈধ সম্পদের মামলায় চার্জশুনানি ২৮ আগস্ট

প্রকাশিত: জুলাই ৬, ২০২৩ , ১:১৪ অপরাহ্ণ আপডেট: জুলাই ৬, ২০২৩ , ১:৩৬ অপরাহ্ণ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জ্ঞাত আয়বহির্ভূত আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে চার্জশুনানির তারিখ পিছিয়ে আগামী ২৮ আগস্ট পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৬ জুলাই) মামলাটির চার্জশুনানি ছিল। এদিন সম্রাট আদালতে হাজিরা দেন। তবে তার আইনজীবী শুনানি পেছানোর আবেদন করেন।

এছাড়া তার আইনজীবী স্থায়ী জামিনের আবেদন করেন। এরপর ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমাম চার্জশুনানির জন্য আগামী ২৮ আগস্ট নতুন দিন ধার্য করেন। ধার্য তারিখ পর্যন্ত তার জামিন মঞ্জুর করা হয়।

জানা যায়, ২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। ২০২০ সালের ২৬ নভেম্বর মামলাটি তদন্ত করে  সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়