নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় ৩/৪ দিন ধরে টানা বৃষ্টিতে পানি বৃদ্ধি পেয়ে বন্যার আশংকা দেখা দিয়েছে। এরইমধ্যে কলমাকান্দার উব্দাখালী নদীতে পানি কুষ্টিয়ায় পদ্মার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে কলমাকান্দা সদরের কলেজরোডসহ বেশ কয়েকটি এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়েছে। এছাড়াও জেলার কংশ, ধনু ও সোমেশ্বরী নদীসহ বিভিন্ন নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়েছে, তবে সেগুলোতে বিপদসীমা অতিক্রম হয়নি।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, কলমাকান্দার উব্দাখালীতে ০.১১ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কংশ নদীতে বিপদসীমার ১.১৮ সেন্টিমিটার, খালিয়াজুরী উপজেলা বাজারের পয়েন্টে ধনু নদীর পানি বিপদসীমার ০.৯৬ সেন্টিমিটার ও সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে নেত্রকোণা জেলার কতিপয় নিন্মাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে।
তিনি আরো জানান, আমি সারা জেলায় নজর রাখছি,আমার টিম মাঠে কাজ করছে।
সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে জানতে চাইলে কলমাকান্দা উপজেলার নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো: শহিদুল ইসলাম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। উপজেলাবাসীর যেকোন ধরনের সমস্যায় তাৎক্ষণিকভাবে আমরা সহযোগীতার হাত বাড়িয়ে দিব।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।