আরো একটি শহর দখল ওয়াগনারের

আরো একটি শহর দখল ভাগনারের

আগের সংবাদ
সেপ্টেম্বরে উদ্বোধন হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

সেপ্টেম্বরে উদ্বোধন হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

পরের সংবাদ

সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল জব্দ করল বিজিবি

প্রকাশিত: জুন ২৪, ২০২৩ , ৫:৫৫ অপরাহ্ণ আপডেট: জুন ২৪, ২০২৩ , ৫:৫৫ অপরাহ্ণ
সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল জব্দ করল বিজিবি

খাগড়াছড়ির রামগড় ও চট্টগ্রাম জেলার ভূজপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ঔষুধ ও ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর রামগড় ব্যাটালিয়ন।

শনিবার (২৪ জুন) গভীর রাতে নিজস্ব গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে রামগড়ের থানাঘাট হতে ভারতীয় ঔষুধ ও ভূজুপর থানার ফেনী নদীর কুল হতে ৭৩ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করে ৪৩ বিজিবির সদস্যরা। অভিযানের টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

বিজিবি জানায়, জব্দকৃত ভারতীয় ফেন্সিডিল নিকটস্থ ভূজপুর থানায় সাধারণ ডায়েরিভুক্ত করে পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। এবং ভারতীয় ঔষুধের ব্যাপারে রামগড় থানায় সাধারণ ডায়রী করে সীতাকুন্ড কাস্টমসে জমা করা হয়েছে।

রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবু বক্কর সাইমুম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ঈদকে সামনে রেখে সীমান্ত চোরাচালান প্রতিরোধে তৎপর রয়েছে বিজিবি সদস্যরা। যে কোন ধরনের সীমান্ত অপরাধ ঠেকাতে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।

টিএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়