×

জাতীয়

খুলনার নতুন মেয়র তালুকদার আব্দুল খালেক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২৩, ০৮:৪৮ পিএম

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিশাল ব্যাবধানে নৌকার প্রতীকে আওয়ামী লীগ দলীয় প্রার্থী তালুকদার আব্দুল খালেক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে তিনি তৃতীয়বারের মতো খুলনা সিটি কর্পোরেশনের নগর পিতার নির্বাচিত হয়েছেন তিনি। এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৪৭ দশমিক ৭৮ শতাংশ ভোটার।

সোমবার (১২ জুন) খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৮৯ কেন্দ্রের মধ্যে সবগুলো কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বনন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা মার্কার প্রার্থী মোহাম্মদ আব্দুল আউয়াল পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট। এছাড়া টেবিল ঘড়ি মার্কার নিয়ে এস এম শফিকুর রহমান পেয়েছেন ১৭ হাজার ২১৮ ভোট, গোলাপ ফুল মার্কা নিয়ে এসএম সাব্বির হোসেন পেয়েছেন ৬ হাজার ৯৬ ভোট, লাঙ্গল প্রতীক নিয়ে শফিকুল ইসলাম মধু পেয়েছেন ১৮ হাজার ৭৪ ভোট। নির্বাচিত হওয়ার পর শিল্পকলা একাডেমীর ঘোষণা মঞ্চে উপস্থিত নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, আমি খুলনাবাসীকে শুভেচ্ছা জানাই আমাকে আবার নির্বাচিত করার জন্য। জনগণ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে ভোট দিয়েছে। আমি খুলনাবাসীর প্রত্যাশা পূরণে শেষ রক্তবিন্দু দিয়ে কাজ করে যাবো। আমার দায়িত্বকালে খুলনাকে একটি আধুনিক ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলবো।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App