চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল শুরুর আগে স্টেডিয়াম এলাকায় অগ্নিকাণ্ড

আগের সংবাদ

পাকিস্তানে ভারী বৃষ্টি, বজ্রপাতে নিহত ১৯

পরের সংবাদ

হিরো আলমের বিরুদ্ধে থানায় জিডি

প্রকাশিত: জুন ১১, ২০২৩ , ১২:২৭ পূর্বাহ্ণ আপডেট: জুন ১১, ২০২৩ , ১২:২৭ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হিরো আলমের পেজ ব্যবহার করে গালিগালাজের অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রিয়া চৌধুরী নামের এক নায়িকা। শুক্রবার ডিএমপির বাড্ডা থানায় এই জিডি করেন।

রিয়ার অভিযোগ, গত ৭ জুন বিকেলে হিরো আলমের ফেসবুক পেইজ ‘হিরো আলম বগুড়া’ থেকে তার তার সহযোগী রিয়া মনি (২৭) নামের একটি মেয়ে অশ্লীল গালিগালাজ করেছে। এতে হিরো আলমের ইন্ধন আছে। যার কারনে আমি সামাজিকভাবে মানহানি ও আমার মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য উপাত্ত না থাকায় আপাতত বিষয়টি নিয়ে জিডি করা হলো। ভবিষ্যতে তথ্য-উপাত্তের ভিত্তিতে কিংবা প্রয়োজন সাপেক্ষে মামলার জন্য আবেদন করা হবে।

এদিকে, থানায় জিডির বিষয়ে জানতে চাইলে হিরো আলম বলেন, আমার পেইজ থেকে একটি ভিডিও আপলোড হয়েছে। এতে যে বক্তব্য আছে তাতে রিয়া চৌধুরীর নাম বলা হয় নি। কিন্তু সে অভিযোগ করছে তাকে নাকি গালিগালাজ করার হয়েছে। আর পেইজ তো আমি চালাই না পেজের এডমিনরা চালায়। ‌ সে প্রমাণ দেখ যে আমি তাকে গালিগালাজ করেছি। আর এছাড়া জিডি কোন ফ্যাক্টর নাকি।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়