ইউক্রেনের পাল্টা হামলা প্রতিহত করতে ফের রাশিয়ার পাশে দাঁড়িয়েছে অন্যতম প্রধান মিত্র ইরান। দেশটি এর আগেও ড্রোন সরবরাহ করেছে। এরই ধারাবাহিকতায় এবার শতাধিক ড্রোন মস্কোকে দিয়েছে বলে দাবি ওয়াশিংটনের।
অপরদিকে, সরাসরি যাতে ড্রোন তৈরি করতে পারে, সেজন্য তেহরান প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি রাশিয়ায় কারখানা প্রস্তুতের জন্য সহায়তা করছে বলেও দাবি মার্কিন প্রশাসনের। এতে উদ্বেগ প্রকাশ করেছে দেশটি। খবর রয়টার্স ও আলজাজিরার।
শুক্রবার হোয়াইট হাউস জানায়, ইরানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরো গভীর করছে রাশিয়া। এরই মধ্যে শত শত একমুখী আক্রমণকারী ড্রোন পেয়েছে মস্কো।
হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, ইরানে তৈরি ড্রোন দিয়ে রুশ বাহিনী হামলা করছে।
হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে তথ্য রয়েছে, ইরানের কাছ থেকে একটি ড্রোন তৈরির কারখানা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ পাচ্ছে রাশিয়া, এটি আগামী বছরের শুরুতে পুরোপুরি চালু হতে পারে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।