×

জাতীয়

বাড্ডায় শ্রমিক লীগ নেতাকে হত্যা, আটক ৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২৩, ০২:২৪ পিএম

বাড্ডায় শ্রমিক লীগ নেতাকে হত্যা, আটক ৬
রাজধানীর বাড্ডা থানার সাতারকুল এলাকায় পূর্ব শত্রুর জেরে মারপিট করে অপু ইসলাম (৩৫) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। তিনি ৪১ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের আহ্বায়ক ছিলেন। এ ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। শুক্রবার ( ৯ জুন) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত অপুর খালাতো ভাই দিপু হাসান বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে অপু রাস্তা দিয়ে যাওয়ার সময় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা কাটাকাটি হয়। বৃষ্টির কারণে রাস্তার ডান পাশে পানি জমে ছিল। কে কোন পাশ দিয়ে যাবে সেটা নিয়ে তাদের সঙ্গে বাদানুবাদ হয়। পরে শিক্ষার্থীরা তাকে ধরে তাদের ভাড়া বাসার সাততলার ছাদে নিয়ে যায়। সেখানে তাকে মারপিট করে লিফটের ফাঁক দিয়ে নিচে ফেলে দেয়। অপুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। তিনি আরও বলেন, এ ঘটনায় ৯ শিক্ষার্থীসহ ১৩ জনকে আটক করেছে বাড্ডা থানা পুলিশ। অপুর সাতারকুল এলাকার বাসিন্দা। তিনি ৪১নং ওয়ার্ড শ্রমিক লীগের আহ্বায়ক ছিলেন। এ ঘটনা তার বড় ভাই খোরশেদ আলম বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। অপু এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App