×

সারাদেশ

ফল উৎসবে ব্যতিক্রমধর্মী রেকর্ড করেছে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২৩, ১১:৪৫ পিএম

ফল উৎসবে ব্যতিক্রমধর্মী রেকর্ড করেছে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’

ছবি: ভোরের কাগজ

মধুমাস ফল উৎসবে মেতে ওঠেছে ‘হৃদয়ে আলফাডাঙ্গা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মধুমাস উপলক্ষে শনিবার (১০ জুন) বিকাল ৫টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর এলাকায় কুটুমবাড়ি কফি হাউজের বাতাস ভবনের সভাকক্ষে ফল উৎসবে একত্রিত হয়েছে হৃদয় আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা।

আম, জাম, কাঁঠাল, কলা, লিচু, পেয়ারা, জামরুলসহ বিভিন্ন দেশীয় ফল প্লেটে সাজিয়ে বর্ণাঢ্য আয়োজনে প্রতিবছর ন্যায় এবারও ফল উৎসবে ব্যতিক্রমধর্মী রেকর্ড করেছে হৃদয়ে আলফাডাঙ্গা পরিচালনা পর্ষদের সদস্যরা।

সংগঠনের শীর্ষ নেতৃত্ব যুবক মিয়া রাকিবুল ও মনিরুল ইসলাম ভোরের কাগজকে জানান, প্রতিবছরে ‘মধুমাস ফল উৎসব পালন করি। দেশীয় ফলের গুরুত্ব বিষয়ে আমজনতাদের মাঝে সচেতন করাটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে।

তারা বলেন, নিয়মিত দেশীফল ভোগ করলে আমরা কঠিন রোগ থেকে রেহাই পেতে পারি। ‌‘নিয়মিত খাবো দেশি ফল,বাড়াবো মনোবল’ এ প্রতিবাদ্যকে সামনে রেখে বিশেষ প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App