×

জাতীয়

ঢাকায় সমাবেশ জামায়াতের, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২৩, ০১:০৬ পিএম

ঢাকায় সমাবেশ জামায়াতের, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
ঢাকায় সমাবেশ জামায়াতের, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
গঠনতন্ত্রে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বিধান থাকায় উচ্চ আদালত কর্তৃক নিবন্ধন হারানো জামায়াতে ইসলামী দীর্ঘ প্রায় এক যুগ পর প্রকাশ্যে আজ রাজধানী ঢাকায় সমাবেশ করছে। ডিএমপির অনুমতি সাপেক্ষে শনিবার (১০ জুন) বেলা ২টার সময় দলটির সমাবেশ অনুষ্ঠিত হবে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে। সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যে সকাল থেকেই রমনা এলাকায় আসতে থাকে নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে  রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে ভিড় জমেছে। প্রস্তুত হয়েছে মাইক। তবে, অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মোড়ে মোড়ে বাড়ানো হয়েছে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশের উপস্থিতি। দলটির নেতাকর্মীরা বলছেন, শান্তিপূর্ণভাবেই সমাবেশ করতে চান তারা। এজন্য প্রশাসনের বেধে দেয়া নিয়ম মেনে সমাবেশ করবেন তারা। এর কোনো ব্যত্যয় ঘটবে না। যুদ্ধাপরাধ সহ নানা কারণে কোণঠাসা হয়ে পড়া জামায়াত প্রায় এক যুগ প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ পায়নি। অবশেষে দীর্ঘ বছর পর শর্ত সাপেক্ষে রাজধানীতে সমাবেশ করার অনুমতি পায় দলটি। তবে সমাবেশ করার জন্য মিলনায়তনের বাইরে জড়ো না হওয়া সহ বেশ কিছু শর্ত রয়েছে ডিএমপির পক্ষ থেকে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দলের আমির ডা. শফিকুর রহমানসহ রাজনৈতিক নেতা ও আলেমদের মুক্তি এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। জানা গেছে, ২০১১ সালে রাজধানীর মতিঝিলে পুলিশের অনুমতি নিয়ে সর্বশেষ বিক্ষোভ মিছিল করেছিল জামায়াত। এরপর আর প্রকাশ্যে কর্মসূচি পালনের সুযোগ পায়নি মুক্তিযুদ্ধকালীন স্বাধীনতাবিরোধী রাজনৈতিক এই দলটি। ২০১৩ সালের পর যুদ্ধাপরাধের অভিযোগে বিচার শেষে দলটির সিনিয়র কয়েকজন নেতার মৃত্যুদন্ড কার্যকর করা হয়। আন্দোলনের নামে আইনশৃঙ্খলা বাহিনীর উপর প্রকাশ্যে আক্রমণ, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসন্ত্রাস সহ নানা কারণে দেশে-বিদেশে রাজনৈতিকভাবে একেবারে কোণঠাসা হয়ে পড়ে দলটি। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধনও বাতিল করে নির্বাচন কমিশন। গ্রেপ্তার ও মামলা-হামলার কারণে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয়, পুরানা পল্টনে মহানগর কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলো অঘোষিতভাবে বন্ধ রাখে দলটি। তবে বিভিন্ন সময়ে পুলিশের অনুমতি ছাড়াই রাজধানীর বিভিন্ন সড়কে অঘোষিতভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করতে দেখা যায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে। সেসব কর্মসূচি থেকে দলটির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়। আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে সম্প্রতি প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি পালনে তৎপর হয়েছে দলটি। তত্ত্বাবধায়ক সরকারের দাবিসহ নানা ইস্যুতে গত ৫ জুন রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ডেকেছিল জামায়াত। কিন্তু ঢাকা মহানগর পুলিশ কর্মসূচির অনুমতি দেয়নি। অনুমতি চাইতে গেলে দলের চার আইনজীবী নেতাকে আটক করে কয়েক ঘণ্টা পর ছেড়ে দেয়া হয়। অনুমতি না দেয়ার কারণ হিসেবে পুলিশ বলেছিল, সাপ্তাহিক কর্মদিবসে সমাবেশ করলে যানজটসহ জনদুর্ভোগের সৃষ্টি হবে। পরে জামায়াত কর্মসূচি স্থগিত করে ১০ জুন (শনিবার) বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করার জন্য আবেদন করে। পুলিশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুমতি দেয়।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App