×

পুরনো খবর

কুকুরের মুখ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২৩, ০৫:১০ পিএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনের রাস্তায় কুকুরের মুখ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ফুটপাতের কয়েকজন দোকানদার প্রথমে কুকুরের মুখে মরদেহটি দেখতে পায়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

হাসপাতালটির জরুরি বিভাগের সামনের ফুটপাতে শরবত বিক্রেতা মো. সুমন বলেন, তিনি হঠাৎ দেখেন, একটি কুকুর কামড়ে ধরে মুখে করে নবজাতকটির মরদেহ নিয়ে যাচ্ছে। তখন তারা কয়েকজন মিলে কুকুরের মুখ থেকে মরদেহটি উদ্ধার করে। পরে থানায় খবর দেয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম বলেন, বিকেলে হাসপাতাল থেকে খবর পেয়ে একটি ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। ছেলে নবজাতকটির বয়স হবে আনুমানিক একদিন।

তিনি আরো বলেন, নবজাতকটির দুই পায়ের হাটুর নিচের অংশ ও ডান হাতে কব্জির অংশ পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ফুটপাতের দোকনদারদের কাছ থেকে জানা গেছে, একটি কুকুর মরদেহটি মুখে করে নিয়ে যাচ্ছিলো। সম্ভবত কুকুরটি নবজাতকের হাত-পা খেয়ে ফেলেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App