সারাদেশে বৃষ্টি, দুদিন পর ফের বাড়বে তাপমাত্রা

আগের সংবাদ
রাজনীতির ‘রহস্য পুরুষ’ ছিলেন সিরাজুল আলম খান

রাজনীতির ‘রহস্য পুরুষ’ ছিলেন সিরাজুল আলম খান

পরের সংবাদ

না ফেরার দেশে সিরাজুল আলম খান

প্রকাশিত: জুন ৯, ২০২৩ , ২:৪৮ অপরাহ্ণ আপডেট: জুন ৯, ২০২৩ , ৪:৪৯ অপরাহ্ণ

না ফেরার দেশে চলে গেছেন বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান (দাদা ভাই)।

শুক্রবার দুপুরে (৯ জুন) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। সিরাজুল আলম খানের ব্যক্তিগত সহকারী মো. রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর সোয়া দুইটার দিকে সিরাজুল আলম খানের লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়েছে।

উল্লেখ্য, ৮৩ বছর বয়সী সিরাজুল আলম খানকে দেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে বিবেচনা করা হয়। ১৯৪১ সালে জন্ম নেয়া এই কিংবদন্তী রাজনীতিককে গত কয়েক বছর ধরে নিয়মিত হাসপাতালে যেতে হয়েছে। দেশে ও বিদেশে দীর্ঘ সময় চিকিৎসা নিয়েছেন তিনি।

বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আন্দোলন-সংগ্রামের লক্ষ্যে ষাটের দশকের প্রথমার্ধে সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক ও কাজী আরেফ আহমেদের নেতৃত্বে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ বা ‘স্বাধীনতার নিউক্লিয়াস’ গঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সাহচর্যে ছিলেন এই ছাত্র নেতারা।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়