কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত গাড়ি চাপায় ফারুক হোসেন(২৫) নামের এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন।
শুক্রবার (৯ জুন) সকালে মহাসড়কের উপজেলার নালঘর রাস্তার মাথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায় দক্ষিন শ্রীপুর গ্রামের নিয়াজ মন্ডলের ছেলে। সে উপজেলার ছুপুয়া আমির শার্ট গার্মেন্টস চাকরি করেন।
মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার সকালে ফারুক প্রতিদিনের মতো মহাসড়কের পাশ দিয়ে তার কর্মস্থল আমির শার্ট গার্মেন্টসে যাচ্ছিল। পথিমধ্যে পিছন থেকে আসা অজ্ঞাত গাড়ি চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
তিনি আরো বলেন, সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।