ঝাঁপ দিলেন শিক্ষক

অপবাদ সইতে না পেরে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন শিক্ষক

আগের সংবাদ

টেস্ট র‌্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে বাবর

পরের সংবাদ

শিবগঞ্জে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: জুন ৮, ২০২৩ , ৯:০২ অপরাহ্ণ আপডেট: জুন ৮, ২০২৩ , ৯:০২ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বাইসাইকেল অতিক্রম করা নিয়ে বাগবিতণ্ডের জেরে সিহাব আলী (১৬) নামে এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (৭ জুন) সন্ধ্যায় উপজেলার দুর্লভপুর ইউনিয়নের শেরপুর ভাণ্ডার গ্রামের মহলদারপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র উপজেলার বেইলি ব্রিজ সংলগ্ন এলাকার গঙ্গারামপুর গ্রামের শামসুদ্দিনের ছেলে ও দুর্লভপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সিহাব পার্শ্ববর্তী শেরপুর ভাণ্ডার গ্রামে বাইসাইকেল নিয়ে ঘুরতে গিয়েছিল। এসময় বাইসাইকেল ওভারটেক করা নিয়ে সেখানকার কয়েকজন যুবকের সঙ্গে তার বাগবিতণ্ড হয়। পরে বিকেলে তারা সিহাবকে ফের শেরপুর ভাণ্ডার গ্রামের মহলদার পাড়ায় দেখতে পান। এ সময় তাকে পিটিয়ে হত্যা করে শেরপুর ভাণ্ডার গ্রামের কয়েকজন যুবক।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ স্কুলছাত্র হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়