আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের ৮৬২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এর আগে তার স্থানে ছিলেন ইংল্যান্ডের ক্রিকেটার জো রুট।
ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচের সমাপ্তির পর বাবর আজম আইসিসি টেস্ট ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ের সর্বশেষ আপডেটে চতুর্থ স্থানে উঠে এসেছেন। খবর ক্রিকেট পাকিস্তানের।
উল্লিখিত টেস্টে প্রশংসনীয় পারফরম্যান্স সত্ত্বেও এক ইনিংসে ৫৬ রান করেছিলেন জো রুট। এতে তার রেটিং পয়েন্ট সামান্য কমে যায়। অর্থাৎ তার রেটিং পয়েন্ট ৮৭১ থেকে কমে ৮৬১ হয়েছে। এর ফলে তিনি র্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে চলে গেছেন। অপরদিকে চতুর্থ স্থান দখল করেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।