পাবনার ঈশ্বরদী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ জুন) রাত ১২টায় উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকায় এ দুর্ঘটনা সংঘটিত হয়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাত ১২টার দিকে দাশুড়িয়া ট্রাফিক মোড়ে অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী রাজশাহীর বাঘা উপজেলার চাঁদপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাহাবুল আলম (৩০) ও তার ১৫ মাস বয়সের ছেলে আব্দুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অটোরিকশার চালকসহ আরো দুজন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।