×

সারাদেশ

বরগুনায় জোড়া লাগানো যমজ শিশুর জন্ম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২৩, ১০:১৪ পিএম

বরগুনায় জোড়া লাগানো যমজ শিশুর জন্ম
বরগুনায় জোড়া লাগানো যমজ কন্যা শিশুর জন্ম হয়েছে। তাদের একজনের সঙ্গে আরেকজনের পেট জোড়া লাগানো রয়েছে। বরগুনা শেফা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটালে বুধবার (৭ জুন) বেলা সাড়ে বারোটার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ডেলিভারী সম্পন্ন হয়েছে। বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের মধ্য কাজিরাবাদ গ্রামের গার্মেন্টস কর্মী বাদশার স্ত্রী মাহামুদা আক্তারকে বুধবার সকালে শেফা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটালে ভর্তি করা হয়। বেলা সাড়ে বারোটায় পটুয়াখালী মেডিকেল কলেজের গাইনী ও শিশু বিভাগের প্রধান ডা. ফাতেমা ডরোথি এবং ডা. শিলা সিজারিয়ান অপারেশন করেন। পেটে জোড়া শিশুরা সুস্থ আছেন। শিশুদের মামা তরিকুল ইসলাম রোকন জানান, তার ভগ্নিপতি বাদশার আর্থিক অবস্থা বেশি ভালো নয়। জোড়া লাগানো যমজ শিশু নিয়ে তারা দুশ্চিন্তায় আছেন। শিশুদের আলাদা করার জন্য তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ও সহযোগিতার দাবি জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App