×

জাতীয়

নজরুল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রককে হাইকোর্টে তলব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২৩, ০৬:২৫ পিএম

নজরুল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রককে হাইকোর্টে তলব
এক শিক্ষার্থীর নম্বর জালিয়াতির অভিযোগের ব্যাখ্যা দিতে জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রককে তলব করেছেন হাইকোর্ট। আগামী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে হাজির হয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জামিনা রহমানের নম্বর জালিয়াতির অভিযোগের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বুধবার (৭ জুন) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এসময় রিটের পক্ষে শুনানি করেন-অ্যাডভোকেট শাহ মঞ্জুরুক হক। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানিতে ছিলেন-অ্যাডভোকেট তাপস কান্তি বল। এই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জামিনা রহমান মাস্টার্স এর চূড়ান্ত ফলাফল ঘোষণায় নম্বর ম্যানিপুলেট এবং টেম্পারিংয়ে অভিযোগ এনে গত বছর হাইকোর্ট রিট আবেদন করেন। শিক্ষার্থীর পক্ষে আদালতে রিট আবেদন করেছিলেন ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। গত বছরের পহেলা আগস্ট এ বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে অর্থনীতি বিভাগের ২০১৮ সালের মাস্টার্স (২০২১ সালে অনুষ্ঠিত) পরীক্ষায় চলতি বছরের(২০২২) ২৭ মার্চ প্রকাশিত চূড়ান্ত ফলাফল ঘোষণা এবং পুনঃনিরীক্ষণ পুনঃমূল্যায়ন করে পুনরায় ফলাফল প্রস্তুতের ব্যর্থতা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা হবে না এবং বিবাদীদের কেন ২০১৮ সনের মাস্টার্স পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ পুনঃমূল্যায়নের নির্দেশ দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়। রিট আবেদনকারীর অভিযোগ, অনার্সে (সম্মান) ৩.৮২ (৪) পেয়ে প্রথম হলেও মাস্টার্সে তাকে মাত্র ৩.৪৫(৪) সিজিপিএ দেয়া হয়। এতে ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে আবেদন করার যোগ্যতা হারিয়েছেন। বহিস্থঃপরীক্ষক দ্বারা মুল্যায়ন ছাড়া শুধুমাত্র অভ্যন্তরীণভাবে লিখিত ও মৌখিক পরীক্ষার ফল প্রস্তুত করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের আইন ও মাস্টার্স পরীক্ষার জন্য প্রণীত অর্ডিন্যান্সের ধারা লঙ্ঘন করে নম্বর জালিয়াতি ও অনিয়ম করা হয় বলে অভিযোগ শিক্ষার্থীর।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App