×

জাতীয়

জাতিকে বাঁচাতে জাতীয় জাগরণ তৈরি করতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২৩, ০২:২৪ পিএম

https://www.youtube.com/watch?v=cnsMzdlV0mU

ধমনীর রক্ত যদি না থাকে তাহলে শরীরে মেকআপ করে কি লাভ? এমন প্রশ্ন ছুঁড়ে দিয়ে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত বলেছেন, জাতিকে বাঁচাতে হলে জাতীয় জাগরণ তৈরি করতে হবে। আর এই জাগরণ তৈরিতে আমাদের শেষ ভরসাস্থল আওয়ামী লীগ তার কাছেই চাইতে হবে।

জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে কমপক্ষে ১ শতাংশ বরাদ্দের দাবিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট আজ বুধবার (৭ জুন) দুপুরে শিল্পকলা একাডেমির সেমিনার হলে মতবিনিময় সভা তিনি এসব কথা বলেন।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ, ড. মুহাম্মদ সামাদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরমিন্দ নীলোর্মী ও জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক ফেডারেশানের নেতৃবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App