মিরসরাইয়ে সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে মাটি বিক্রি

আগের সংবাদ

শিল্পকলায় চলচ্চিত্র উৎসব

পরের সংবাদ

মুকসুদপুরে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: জুন ৭, ২০২৩ , ৮:৫৩ অপরাহ্ণ আপডেট: জুন ৭, ২০২৩ , ১০:১৯ অপরাহ্ণ

মুকসুদপুরে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মুকসুদপুর থানা পুলিশ।

বুধবার (৭ জুন ) ভোর রাতে মুকসুদপুর থানার এস আই খায়রুল বাশার, এসআই সুজন হাওলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার খান্দারপাড়া ইউনিয়ন গোপ্তরগাতী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে।

এসময় ১০০ পিস ইয়াবা ও নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো-গোপ্তরগাতী গ্রামের হাসেম শিকদারের ছেলে মাদক ব্যবসায়ী ওয়াসিম শিকদার এবং বরিশাল জেলার কাজীরহাট থানার হেসাম উদ্দিন গ্রামের জালাল মোল্যার ছেলে খোকন মোল্যা।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো: আবু বকর মিয়া জানান, উপজেলার খান্দারাপাড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১০০পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মাদক, চুরিসহ বিভিন্ন অপরাধমূলক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়